কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব সায়েদুল ইসলাম গতকাল রোববার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সয শহিদ সদস্যের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মহাব্যবস্থাপক গৌতম সাহা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
