Print Date & Time : 21 July 2025 Monday 4:19 am

বঙ্গবন্ধুর সমাধিতে চবক চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। গত শনিবার চবক চেয়ারম্যানের নেতৃত্বে বন্দরের সদস্য কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ শহীদুল আলম, কমডোর এম. ফজলার রহমান ও মো. মমিনুর রশিদ এবং চবক সচিব মো. ওমর ফারুকসহ সংস্থাটির ঊর্ধ্বতন  কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি