মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পক্ষ থেকে গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াস্থ সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। একই সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের সদস্যদের শান্তি কামনা করে ফাতিহা পাঠ করা হয়। এদিন বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামের ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মধ্যে পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়। এ কর্মসূচিতে বিজিএপিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এ কে এম মোস্তফা সেলিমসহ অন্যান্য নেতা অংশ নেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 13 August 2025 Wednesday 11:05 pm
বঙ্গবন্ধুর সমাধিতে বিজিএপিএমইএ’র শ্রদ্ধাঞ্জলি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: