গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি, খুলনা আঞ্চলিক কমিটি ও নড়াইল আঞ্চলিক কমিটির নেতারা। গত শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গাজী মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনির হোসেন, এজিএম ও খুলনা আঞ্চলিক কমিটির উপদেষ্টা নন্দিতা চক্রবর্তী ও সুব্রত চৌধুরী, সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সিনিয়র সহসভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান শিমুল, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ইকবাল আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
