গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের উদ্যোগে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আনন্দঘন উপস্থিতির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে প্রধান কার্যালয় অডিটোরিয়াম, মিরপুর-২, ঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেযারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ছাইদুজ্জামান ভূইয়া। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোসলেহ উদ্দীন। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা, তথ্য চিত্র প্রদর্শন এবং বঙ্গবন্ধু-কে নিয়ে গান ও কবিতা আবৃতি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ বলেন, জাতির পিতার সম্মোহনী, বলিষ্ঠ ও সময়োপযোগী নেতৃত্বে আমরা পেয়েছি প্রিয় বাংলাদেশ। বাঙালির জীবনে এমন কোন অধ্যায় নেই, এমন কোন ঘটনা নেই যেখানে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠ উচ্চারিত হয়নি। শিশুদের খুবই ভালোবাসতেন তিনি। তার জন্মদিনে তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দল বেঁধে তাকে শুভেচ্ছা জানাতে যেতো। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে যাতে শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে সেদিকে আমাদের অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোসলেহ উদ্দীন বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গ্রামীণ ব্যাংক জাতির পিতার ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের। তাঁর এ গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠুক এটাই হোক আমাদের এবছরের জাতির পিতার জন্মদিন ও জাতিয় শিশু দিবসের শপথ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।