ক্রীড়া প্রতিবেদক: পুরোপুরি নিজেদের পরিচালনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টুর্নামেন্ট সফল করতে বদ্ধপরিকর দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। টিভিতে দর্শকদের খেলা উপভোগ করাতে অত্যাধুনিক প্রক্তি থাকবে বলে জানিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’। যার সূচিও প্রায় চূড়ান্ত। ৬ ডিসেম্বর শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হবে বিপিএলের সপ্তম আসর।
বিপিএল সম্প্রচারের জন্য স্পোর্টস প্রোডাকশন ফার্ম বা কোম্পানি খুঁজছে বিসিবি। যে কারণে সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গবন্ধু বিপিএলের অংশ হতে স্পোর্টস প্রোডাকশন ফার্ম বা কোম্পানিকে কী কী নিশ্চিত করতে হবে।
এবারের বিপিএল ম্যাচে ৩০ থেকে ৩৬টি ক্যামেরা ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো আল্ট্রা এজের সঙ্গে ডিআরএস, বল ট্র্যাকিংয়ের সঙ্গে ডিআরএস, আল্ট্রা মোশন ক্যামেরা, সুপার সেøা মোশন ক্যামেরা, আম্পায়ার ক্যামেরা, রোবটিক ক্যামেরা, রেডিও ফ্রিকুয়েন্সি ক্যামেরা (আরএফ), স্পাইডার ক্যামেরা, স্টাম্প ক্যামেরা দুই দিকে (ব্যাটসম্যান ও উইকেটরক্ষক), জিং-এলইডি স্টাম্প ও বেল, জিব ক্যামেরা, ড্রোন ক্যামেরা। এছাড়া থাকবে বিশ্বমানের টেলিভিশন লাইভ গ্রাফিক্স ও নামি-দামি ধারাভাষ্যকার।
