‘বঙ্গবন্ধু’ বিপিএল হবে দুই ভেন্যুতে

ক্রীড়া প্রতিবেদক:কোন ফরম্যাটে হবে ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বেশ কয়েক দিন ধরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল এমন প্রশ্ন। শেষ পর্যন্ত সবকিছু পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন আঙ্গিকের এ টুর্নামেন্ট হবে শুধু দুটি ভেন্যুতে।
আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বিসিবি। ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এবারের বিপিএলেও থাকছে সাতটি দল। প্রতিটি বিভাগের (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট এবং কুমিল্লা) নামে হবে দলগুলোর নামকরণ। তবে দলের মূল স্পনসর তাদের নাম যোগ করতে পারবে বিভাগীয় নামের আগে অথবা পরে। যদিও সবগুলো দল বিসিবির তত্ত্বাবধানে থাকবে।
প্রতিটি দল ২২ জন করে খেলোয়াড় রাখতে পারবে, যেখানে ৯ জন বিদেশি ও ১৩ জন দেশি খেলোয়াড় থাকবেন। প্রতি ম্যাচে তিনজনের বেশি বিদেশি ক্রিকেটার একাদশে রাখা যাবে না। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
লিগ পর্বে হবে মোট ৪২টি ম্যাচ। এরপর কোয়ালিফায়ার, এলিমিনেটর, ফাইনাল; সেখানে চারটি ম্যাচ। টুর্নামেন্টে মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগের মতোই লিগ পর্বে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। এরপর তিন দিন হবে কোয়ালিফায়ার, এলিমিনেটরের তিনটি ম্যাচ। দুদিনের বিরতি শেষে ফাইনাল ম্যাচে লড়বে কোয়ালিফায়ার পেরিয়ে আসা দু’দল।