বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসিজেভির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ চুক্তি গত বৃহস্পতিবার স্বাক্ষর হয়। দুটি জাপানি নির্মাণ প্রতিষ্ঠান আইএইচআই (ইশিকাবাজিমা-হারিমা হেভি ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড) এবং এসএমসিসি (সুমিতোমো মিতসুই কনস্ট্রাকশন কোং লিমিটেড) যৌথভাবে এ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএইচআই-এসএমসিসি জেভির পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক শিন জিকা ইফুকু, উপ-প্রকল্প ব্যবস্থাপক ইয়াসু ইয়োশিওয়াতানাবে ও কিউএ/কিউসি তানজিল আহমেদ আপন এবং বসুন্ধরা গ্রুপের পক্ষে চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, চিফ এক্সেকিউটিভ অফিসার (বিআইডিএল-ড্রেজিং) এম খুরশিদ মালিক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 9:10 pm
বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট
করপোরেট কর্নার ♦ প্রকাশ: