প্রতিনিধি, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিশা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা রেজাউল করিম আহত হয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ওসি শফিকুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।
রেজাউল কমির পাবনার আতাইকুলা উপজোর মধুপুর দক্ষিণপাড়া এলাকার মজনুল হকের ছেলে।
ওসি শফিকুল ইসলাম জানান, রেজাউল করিম তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে পেছন থেকে একটি বাস এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে রেজাউল করিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটকের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।