প্রতিনিধি, টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুতে সব্বোর্চ সংখ্যক মোটরসাইকেল পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব ও পশ্চিমপাড়া টোলপ্লাজা দিয়ে প্রায় ৮ হাজার মোটরসাইকেল পারপার হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঈদকে কেন্দ্র করে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেলযোগে গন্তব্যে ফিরছেন নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষ। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে যাত্রী রয়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে আবার শিশু সন্তান নিয়েও মোটরসাইকেল করে বাড়ি ফিরছেন। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৭ হাজার ৯৫৯ টি মোটরসাইকেল পাড় হয়েছে।
এছাড়া মালবাহী ও গণপরিবহনসহ ৪২ হাজার ১৯৯টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।
সংশ্লিষ্টরা জানান, ঈদে মহাসড়কে যানজট নিরসন ও নিরবিচ্ছিন্নভাবে সেতুতে টোল আদায়ের জন্য ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী মোটরসাইকেলগুলো বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর থেকে সেতুর স্টেক ইয়ার্ডের সড়কে ঘুরিয়ে দিচ্ছে। মোটরসাইকেলগুলো স্টক ইয়ার্ডের সড়ক দিয়ে গিয়ে সেতুর টোলপ্লাজার দক্ষিণপাশে অস্থায়ী দুইটি টোলবুথ স্থাপন করা হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীরা অল্প সময়ে টোল প্রদান করে সেতু পাড় হয়ে যাচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘সড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এ কারণে ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
