Print Date & Time : 28 August 2025 Thursday 5:48 pm

বঙ্গবন্ধু সেতুতে সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখার পর চালু করা হয়েছে। ফলে এই সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত পরিবহনের যানজটের তৈরি হয়। এরপর রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টোল আদায় শুরু হলে ফের যান চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রবিবার ভোররাত থেকে ঘনকুয়াশার পরিমান বেড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোন দুর্ঘটনা হয়নি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘনকুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এতে সেতুতে দুর্ঘটনা এড়াতে সেতুতে প্রায় সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘনকুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘসারির সৃষ্টি হয়। সকাল আটটার পর টোল আদায় শুরু হয়েছে। এরপর পরিবহন চলাচল শুরু হয়।