Print Date & Time : 1 September 2025 Monday 4:22 am

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে গাইড বাঁধে ভাঙন

শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের দুই কিলোমিটার দক্ষিণে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতু রক্ষার দ্বিতীয় গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত মঙ্গলবার বিকাল থেকে বাঁধের প্রায় এক হাজার মিটার এলাকাজুড়ে এ ভাঙন দেখা দেয়। এতে হুমকির মুখে রয়েছে বঙ্গবন্ধু সেতু। ভাঙনরোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সেতু বিভাগের দাবি, বঙ্গবন্ধু সেতুর দ্বিতীয় গাইড বাঁধের ভাঙনে সেতুর কোনো ক্ষতির আশঙ্কা নেই।

বঙ্গবন্ধু সেতুতে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, যমুনা নদী শাসনের দক্ষ লোকবল না থাকায় গত শনিবার থেকে বাঁধ এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে সেতুটি হুমকির মুখে পড়েছে। দক্ষিণ বেলটিয়া গ্রামের আবদুল আলীম ও চান মিয়া শিকদারসহ অনেকেই জানান, বিবিএ কর্মকর্তাদের ঘুষ দিয়ে বালুখেকোরা বাঁধ এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে বাঁধে ভাঙন ও ধস শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকাল থেকে বাঁধের এক হাজার মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে হুমকিতে পড়তে পারে বঙ্গবন্ধু সেতু।

দক্ষিণ বেলটিয়া গ্রামের আবদুল আলীম ও চান মিয়া শিকদারসহ এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এবং যমুনার পানি কমে যাওয়ায় এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধটি দ্রুত মেরামত করা না গেলে একদিকে সেতুটি হুমকির মুখে পড়বে, অন্যদিকে আশপাশের প্রায় আটটি গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সাইট অফিসের উপ-সহকারী প্রকৌশলী শাহীন হোসেন জানান, সেতুর দক্ষিণের গাইড বাঁধের অংশে ভাঙন শুরু হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, যেখানে ভাঙন দেখা দিয়েছে, সেটি মূল সেতুর অংশ নয়। ভাঙনের এই অংশটি সেতু রক্ষার মূল গাইড বাঁধের সঙ্গে সম্পৃক্ত নয়। ওই স্থানে ভাঙনে বঙ্গবন্ধু সেতুর কোনো ক্ষতি হবে না। তবে তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কিছু ঘরবাড়ির ক্ষতি হতে পারে। সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।