প্রতিনিধি, টাঙ্গাইল: স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হয়েছেন উত্তরবঙ্গের শত শত যাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে এ যাত্রায় অনেকের সঙ্গী হয়েছেন নারী ও রের সদস্যরাও। গতকাল বুধবার ভোর থেকে এমন ঘরমুখো মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায়।
সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা বেশি। মোটরসাইকেল পারাপারের জন্য বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশেই আলাদা বুথ করা হয়েছে। ভোর থেকে শত শত মোটরসাইকেল সেসব বুথে অপেক্ষা করছে সেতু পার হওয়ার জন্য।
এ সময় দীর্ঘ সারিতে অপেক্ষারত শত শত মোটরসাইকেল থেকে দ্রæত টোল সংগ্রহ করতে দুই চাকার এ বাহনের জন্য নির্ধারিত পরিমাণ ৫০ টাকা আরোহীদের হাতে প্রস্তুত রাখার জন্য মাইকিং করতে দেখা গেছে সেতু কর্তৃপক্ষকে।
ঢাকা থেকে রওনা হওয়া মোবারক হোসেন বলেন, ঈদে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার জন্য ভোরে রওনা হয়েছি। মহাসড়ক ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি আসতে পেরেছি।
স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাওয়া আবুল বাসার বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। সেতু পার হলেই বাড়ি। তাই স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করেই বাড়ি যাচ্ছি। আমার মতো শত শত মোটরসাইকেল আরোহী অপেক্ষা করছেন সেতু পার হতে।’
মোটরসাইকেল আরোহীরা জানান, ঝামেলা ছাড়াই মোটরসাইকেলে বাড়ি যাওয়া সহজ। তাই ছুটির প্রথম দিনই তারা বাড়ির পথে যাত্রা করেছেন। মহাসড়ক ফাঁকা থাকায় দ্রæত সেতু এলাকায় পৌঁছেও গেছেন।