বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার স্মরণে এসএ গ্রুপের বিশেষ চিত্রপ্রদর্শনী

মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার স্মরণে এসএ গ্রুপের বিশেষ চিত্র প্রদর্শনী গত বুধবার চট্টগ্রাম ক্লাবের স্কোয়াশ গ্রাউন্ডে শুরু হয়। নারী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে বঙ্গমাতার সাহসী জীবন, মুক্তিযুদ্ধে বঙ্গমাতার অবদান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে তার ওতপ্রোত সম্পৃক্ততা, এবং একজন প্রেরণাদায়িনী মায়ের অমর কীর্তির প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। চিত্রপ্রদর্শনী উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিজ্ঞপ্তি