Print Date & Time : 28 August 2025 Thursday 11:59 am

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিকতা নিবেন ফুলপরী

প্রতিনিধি, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনা প্রমাণিত হলে নির্যাতনের শিকার ফুলপরিকে যেকোনো ছাত্রী হলের পছন্দমত সিটে থাকতে দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠলেন ফুলপরী।

শনিবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ফুলপরিকে হলে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ফুলপরীর বাবা, বঙ্গমাতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামান।

এ বিষয়ে ফুলপরী বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাড়িয়েছে তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। আমি পড়াশুনা করে, দেশের উন্নয়ন করবো। আমার সাথে এমন ঘটনা ঘটেছে তা যেন আর কারও সাথে না ঘটে এ বার্তা পৌঁছে দিতে চাই।

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অধ্যাপক ড. মিয়া মো: রাশেদুজ্জামান বলেন, ফুলপরী যেহেতু আমাদের এই হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দসই রুমে আবাসিকতা প্রদান করবো।