Print Date & Time : 2 September 2025 Tuesday 3:56 am

বঙ্গোপসাগরে কয়লাবোঝাই জাহাজডুবি

প্রতিনিধি, নোয়াখালী: বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম। গতকাল সকাল ৯টা ২০ মিনিটে সজল তন্ময়-২ নামের জাহাজটি ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ডুবে যায়।

কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান জানান, সমুদ্র কিছুটা উত্তাল। জাহাজটি ডুবে যাওয়ার পরে আমাদের জরুরি পরিষেবা নম্বরে কল করা হয়। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে একটি উদ্ধারকারী জাহাজ পাঠাই।

ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, আমরা জানতে পেরেছি, জাহাজের ১২ জন নাবিক ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নাবিকদের ঢাকাগামী বিভিন্ন জাহাজে তুলে দেয়া হয়েছে।