Print Date & Time : 31 August 2025 Sunday 11:55 am

বঙ্গোপসাগরে ঝড়ে ১৮ ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

শেয়ার বিজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮ টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় নিখোঁজ হয়েছেন ট্রলারগুলোর তিন জেলে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরের দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেদের উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করেছে।

নিখোঁজ জেলেরা হলেন- রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. শাহিনুর রহমান (৩২), ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে মো. মফিজুল (২৮) এবং সাতক্ষীরার মিজানুর রহমান (৩০)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।