প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার উপকূল থেকে বঙ্গোপসাগরে গিয়ে গত দু’দিন আগে নিখোঁজ হন মোহাম্মদ টিটু (৩৮) নামের এক জেলে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কর্ণফুলীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রামের সদরঘাট নৌ থানা-পুলিশ। নিহত মোহাম্মদ টিটু উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকার মৃত কালু চৌকিদারের ছেলে। তার দুটি ছেলেসন্তান রয়েছে।
এর আগে গত ২৪ জুলাই সাগরে গিয়ে টিটুর নিখোঁজের বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন তার চাচাতো ভাই বোট মালিক আলী হোসেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সদরঘাট নৌ থানা-পুলিশ রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। পরে টিটুর পরিবারের লোকজন গিয়ে লাশটি শনাক্ত করেন।
চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।