Print Date & Time : 5 July 2025 Saturday 8:05 pm

বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

শেয়ার বিজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বছরের প্রথম দশ দিনে ৫২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দেশে কোনো প্রাণহানি হয়নি। এতে নতুন বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩ জনেই স্থির রয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে ঢাকার দুই সিটি করপোরেশনে ডেঙ্গু নিয়ে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে উত্তর সিটিতে ৬ জন এবং দক্ষিণ সিটিতে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে ৬ জন ছাড়াও ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২৮ জন।

অন্যদিকে বছরের প্রথম ১০ দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ১০৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৯২, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।