বছরের প্রথম দিনে সূচক ইতিবাচক হলেও লেনদেন কম

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে উভয় পুঁজিবাজারে সূচক ও বেশিরভাগ শেয়ারের দর বাড়লেও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় লেনদেন অর্ধেকে নেমেছে। প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও শীর্ষ ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক কমেছে। টানা তিন কার্যদিবস বাজার ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল লেনদেনের শুরুতে বিক্রির চাপ বাড়লে সূচক নামতে থাকে। বেলা সাড়ে ১১টার পর কেনার চাপ বাড়লে সূচক কিছুটা বেড়ে যায়। এরপর স্থিতিশীল অবস্থানে থেকে লেনদেন শেষ হয়। শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচকের ৯ পয়েন্ট বৃদ্ধি দিয়ে লেনদেন শেষ হয়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক ইতিবাচক থাকার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে, তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল ৯ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে ছয় হাজার ২৫৪ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে এক হাজার ৩৯১ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক এক দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক শূন্য সাত শতাংশ কমে দুই হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন বেড়ে চার লাখ ২৩ হাজার ৪২৩ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকা হয়।

ডিএসইতে গতকাল লেনদেন হয় মাত্র ৩৭৪ কোটি ৩০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৮ কোটি চার লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ২৫৩ কোটি ৭৩ লাখ টাকা। এদিন ১১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৩৯৭টি শেয়ার ৮৬ হাজার ১৪৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দর।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে লাফার্জ সুরমা সিমেন্ট। ১৮ কোটি ৩৬ লাখ টাকায় ২৬ লাখ ৫৯ হাজার ১৭০টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২০ পয়সা কমেছে। এর পরের অবস্থানে ছিল প্যারামাউন্ট টেক্স, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, এনবিএল, ড্রাগন সোয়েটার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক ও রূপালী ব্যাংক। সর্বোচ্চ সংখ্যক শেয়ার লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে চলে আসে এনবিএল। কোম্পানিটির ৭৯ লাখ ১৬ হাজার ৪৫৪টি শেয়ার ১০ কোটি ৫৬ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোতে ছিল ড্রাগন সোয়েটার, বেক্সিমকো, প্যারামাউন্ট টেক্স, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক ও এবি ব্যাংক।

৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ড্রাগন সোয়েটার। এরপর আট দশমিক ১০ শতাংশ বাড়ে এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ডের। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দর পাঁচ দশমিক ৮০ শতাংশ, বেক্সিমকোর দর চার দশমিক ৮১ শতাংশ ও ইনটেক লিমিটেডের দর চার দশমিক ৫৭ শতাংশ বেড়েছে।

অন্যদিকে ছয় দশমিক ৮৬ শতাংশ দর কমে পতনের শীর্ষে চলে আসে তুং হাই নিটিং। এরপর পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ দর কমে এশিয়া ইন্স্যুরেন্সের। নর্দার্ন জুটের দর চার দশমিক ৩৩ শতাংশ কমেছে। বিচ হ্যাচারির দর চার দশমিক ১৯ শতাংশ ও আলিফ ইন্ডাস্ট্রিজের দর তিন দশমিক ৯৮ শতাংশ কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭০২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯০ দশমিক শূন্য এক পয়েন্ট কমে ১৯ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৫২টির ও অপরিবর্তিত ছিল ২১টির দর।

সিএসইতে এদিন ৩৪ কোটি ৯২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১ কোটি ৩৪ লাখ এক হাজার টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ছয় কোটি ৪১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সাউথ ইস্ট ব্যাংক। কোম্পানিটির নয় কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া লাফার্জ সুরমার দুই কোটি ৪১ লাখ টাকার, ট্রাস্ট ব্যাংকের এক কোটি ৯৫ লাখ, বেক্সিমকোর এক কোটি ৪৫ লাখ, মার্কেন্টাইল ব্যাংকের এক কোটি ১৪ লাখ, ন্যাশনাল ব্যাংকের এক কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট টেক্সের এক কোটি দুই লাখ, পূবালী ব্যাংকের ৭২ লাখ, এবি ব্যাংকের ৬৭ লাখ ও ইসলামী ব্যাংকের ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।