মুস্তাফিজুর রহমান নাহিদ: সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিন শেষে প্রধান সূচক ৫৬ পয়েন্ট কমে স্থির হয় ছয় হাজার ৪৮১ পয়েন্টে। সূচকের সঙ্গে বাড়তে দেখা যায় লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ারদর। লেদদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বাড়তে দেখা যায় ২৩২টির। একইভাবে ১১৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ার এবং ইউনিট দর কমে এবং ২৫টির দর অপরিবর্তিত থাকতে দেখা যায়।
এদিকে গতকালের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানির শেয়ার। পাশাপাশি অন্যান্য খাতের কোম্পানির শেয়ারে চোখ ছিল বিনিয়োগকারীদের। গতকাল সকাল থেকেই বাড়তে দেখা যায় সব খাতের প্রায় সব কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটদর। তবে তুলনামূলক কিছুটা এগিয়ে ছিল প্রকৌশল খাত। এর জের ধরে দিন শেষে সবার শীর্ষে চলে আসে এ খাত। গতকাল মোট লেনদেনে এ খাতের অবদান দেখতে পাওয়া যায় ১৮ শতাংশ। পিছিয়ে ছিল না ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতও।
গতকাল মোট লেনদেনে ওষুধ ও রসায়ন খাতের অবদান ছিল ১৫ শতাংশ। একইভাবে দিন শেষে বস্ত্র খাত মোট লেনদেনে ১৪ শতাংশ অবদান রাখতে সমর্থ হয়। তবে গতকাল অন্যান্য খাতের কোম্পানিও লেনদেনে ভালো অবদান রাখে।
এদিকে দিন শেষে ডিএসইতে লেনদেন আগের চেয়ে বাড়তে দেখা যায়। আজ এখানে দুই হাজার ১৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্য ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৩১টি শেয়ার ১০৯ বার হাতবদল হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্য সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে রবি আজিয়াটার। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা সাউথইস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে ফনিক্স ইন্স্যুরেন্সের। এছাড়া গ্রামীণফোনের ৪ কোটি ৯ লাখ ৪৭ হাজার, ফরচুন শুজের ৪ কোটি ২ লাখ ৯২ হাজার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৯২ লাখ ৩৫ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৩ কোটি ৮২ লাখ ৬৬ হাজার, এসিআইয়ের ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার, নিউ লাইন ক্লোথিংসের ১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ও ম্যারিকোর ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া কাট্টলী টেক্সটাইলের ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ও ফনিক্স ফাইন্যান্সের ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। �