Print Date & Time : 12 September 2025 Friday 2:11 pm

বড় জয়ে সিরিজ আফগানদের

ক্রীড়া ডেস্ক: চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হার এড়াতে পারেননি টাইগাররা। ৩৩২ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৪২ রানে হারে বাংলাদেশ। এই পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হাতছাড়া করল সাকিবরা।

সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। আজ দ্বিতীয় ম্যাচে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের জোড়া সেঞ্চুরি এবং ফজলহক ফারুকি ও মুজিব উর রহমানের বোলিং নৈপুণ্যে ১৪২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৫০ ওভারে ৩৩১/৯ (গুরবাজ ১৪৫, জাদরান ১০০, শাহ ২, শাহিদি ২, নাজিবউল্লাহ ১০, নবী ২৫, রশিদ ৬, ওমরজাই ২, মুজিব ৫, ফারুকী ১; মুস্তাফিজুর ১০-০-৬০-২ [1], হাসান ১০-০-৭০-২ [2], এবাদত ৯.২-০-৬১-১ [3], সাকিব ১০-০-৫০-২ [4], মিরাজ ৯-০-৬০-২, শান্ত ১.৪-০-১৭-০ [5])।

বাংলাদেশ : ৪৩.২ ওভারে ১৮৯ (নাঈম ৯, লিটন ১৩, শান্ত ১, হৃদয় ১৬, সাকিব ২৫, মুশফিক ৬৯, আফিফ ০, মিরাজ ২৫, হাসান ৪, মুস্তাফিজ ৭; ফারুকী ৭.২-১-২২-৩ [6], মুজিব ১০-০-৪০-৩ [7], সালিম ৬-০-৩৪-০, নবী ৬-০-২৯-১, রশিদ ৯-০-২৮-২, ওমরজাই ৫-০-৩০-০)।

ফলাফল : আফগানিস্তান ১৪২ রানে জয়ী

সিরিজ : আফগানিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে