বড় সিদ্ধান্তের পথে বিএসইসি, বাতিল হচ্ছে বিও অ্যাকাউন্ট খোলা ও রক্ষণাবেক্ষণ ফি

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি অনুষ্ঠিত এক জরুরি সভায় বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলা ও রক্ষণাবেক্ষণের ফি বাতিলের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে, বিনিয়োগকারীদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত নগদ জমা ও উত্তোলনের অনুমতির পরিকল্পনাও রয়েছে কমিশনের।

গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডাররা অংশ নেন। সভায় বাজার স্থিতিশীল রাখতে এবং বিনিয়োগকারীদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বিএসইসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাজারকে আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে প্রতি মাসে স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

সভায় আরও বেশ কয়েকটি প্রণোদনামূলক প্রস্তাব উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের পার্থক্য বাড়ানো, মূলধন লাভ কর (Capital Gain Tax) বাতিল, ডিভিডেন্ড করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা।

বিএসইসি কর্মকর্তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।

এদিকে বিনিয়োগকারীদের নিরাপত্তা ও বাজারের স্বাস্থ্য ফেরাতে বিএসইসির নেয়া এসব সম্ভাব্য পদক্ষেপ ইতিবাচক বার্তা দিচ্ছে। বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে শেয়ারবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারো গতি ফিরবে।

পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে দীর্ঘদিনের দরপতন, নীতিগত অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আস্থার সংকট নিরসনে বিএসইসির এই পদক্ষেপগুলো সময়োপযোগী। তবে প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা।