Print Date & Time : 6 September 2025 Saturday 10:03 pm

বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজে বিজয় দিবস উদ্যাপন

মাতৃভূমির জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ। সাহস আর বীরত্বময় অমর দিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট বৌদ্ধ মনিষী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো এবং বিশেষ অতিথি ছিলেন কবি লুৎফর চৌধুরী। কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডলের সভাপতিত্বে মহান বিজয় দিনের আলোচনা সভায় কবি লুৎফর চৌধুরীর কবিতা ‘রক্তঋণ’ এর প্রাসঙ্গিকতা উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি