Print Date & Time : 12 August 2025 Tuesday 1:34 pm

বনানীর নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে

শেয়ার বিজ ডেস্ক: রাজধানীর বনানীর নির্মাণাধীন ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩ টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।