নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে যৌথ উদ্যোগের একটি কোম্পানিতে ৯ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালীকরণের লক্ষ্যে ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করা হবে। সাবঅর্ডিনেটেড বন্ডটির বৈশিষ্ট্য হবে অসুরক্ষিত (আনসিকিউরড), সম্পূর্ণ অবসায়নযোগ্য এবং অরূপান্তরযোগ্য (নন-কনভার্টেবল)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে ‘টিবিএল ফুল্লি রিডিমঅ্যাবোল নন-কনভার্টেবল আনসিকিউরড বন্ডটি ইস্যু করা হবে।
এছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের জন্য যৌথ উদ্যোগে ‘ট্রাস্ট আজিয়াটা লিমিটেড’ নামে নতুন একটি কোম্পানিতে মূলধন হিসেবে ৯ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করবে। ‘ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ’ এবং ‘আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস এসডিএন বিএইচডি, মালায়েশিয়া’র যৌগ উদ্যোগে গঠিত হচ্ছে ‘ট্রাস্ট আজিয়াটা লিমিটেড’। নতুন এ কোম্পানির ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে ট্রাস্ট ব্যাংক; বাকি ৪৯ শতাংশ শেয়ার থাকবে মালায়েশিয়ার আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস এসডিএন বিএইচডির।