বন্ড সুবিধার অপব্যবহারের দায়ে ১৯০ টন কাপড় জব্দ

নিজস্ব প্রতিবেদক: বন্ড সুবিধার অপব্যবহারের দায়ে ১০ কোটি টাকা মূল্যের ১৯০ টন উন্নতমানের শার্টিং-স্যুটিং কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের একটি তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়।

এ কাপড় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। জব্দকৃত কাপড়ের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদ অনুযায়ী মেসার্স মেরিডিয়ান গ্লোবালস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি অননুমোদিত গুদামে তল্লাশি চালানো হয়। প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আমদানিকৃত বিভিন্ন ধরনের বিদেশি উন্নতমানের কাপড় খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে গাজীপুরের কাথোরা এলাকায়  মোখলেছুর রহমানের মালিকানাধীন গুদামে মজুদ করে। এ সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল ২৬ ফেব্রুয়ারি ওই গুদামে সরেজমিন গিয়ে এক লাখ ৮৯ হাজার ৫০১ কেজি উন্নতমানের কাপড় জব্দ করে।

জব্দকৃত কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ৫ কোটি ৩৫ লাখ দুই হাজার ৫৭ টাকা এবং শুল্ক করাদির পরিমাণ ৪ কোটি ৯৩ লাখ ৮৪ হাজার ৬৫০ টাকা। প্রতিষ্ঠানটি বিকেএমইএ’র সদস্য হিসেবে নিবন্ধিত। এর মালিক দুজন পাকিস্তানি নাগরিক আশফাক আলী ও আমজাদ পারভেজ এবং সৌদি নাগরিক আব্বাস আবদুল্লাহ আল হোসাইকি। প্রতিষ্ঠানের পক্ষে কমার্শিয়াল ম্যানেজার মো. সোহাগ মিয়া কাপড় মজুদের কথা স্বীকার করেন। আটক পণ্য প্রতিষ্ঠান বরাবর জিম্মায় দিয়ে গুদামটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে বন্ড সুবিধার অপব্যবহারের দায়ে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আরও অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

শুল্ক-গোয়েন্দা জানায়, প্রতিষ্ঠানটি চীন, পাকিস্তান, ভারত প্রভৃতি দেশ থেকে উন্নতমানের পলিয়েস্টার ফেব্রিক্স বিনা শুল্কে আমদানি করে সেগুলো দিয়ে হাসপাতালের ইউনিফর্ম তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানির কথা থাকলেও সেগুলো খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে ব্যক্তিমালিকানাধীন গুদামে অবৈধভাবে মজুদ করা হয়েছে মর্মে ধারণা করা হচ্ছে।

ঢাকা বন্ড কমিশনারেট থেকে সংগৃহীত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় বন্ড লাইসেন্সে কারখানার অবস্থান গাজীপুর সদরের ছয়দানা মালেকের বাড়ী উল্লেখ থাকলেও অনুমোদনবিহীনভাবে এটি গাজীপুরের বোর্ড বাজার এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এতে প্রমাণিত হয়, মেরিডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল বিদেশ থেকে বন্ড সুবিধার আওতায় বিনা শুল্কে কাঁচামাল আমদানি করে তা উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অবস্থান থেকে প্রায় ২ কিলোমিটার দূরের গুদামে অবৈধভাবে মজুদ করেছে। জব্দ কাপড়ের মধ্যে প্রায় ২০ টন বন্ডিং মেয়াদোত্তীর্ণ কাপড় অন্তর্ভুক্ত ছিল।