Print Date & Time : 30 August 2025 Saturday 10:10 am

বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার 

প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।

তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।