Print Date & Time : 16 August 2025 Saturday 6:25 pm

বন্ধ করে দেওয়া হলো মিসরের তাহরির স্কয়ার

শেয়ার বিজ ডেস্ক: মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার বন্ধ করে দিয়েছে দেশটির আইন শৃঙ্খলাবাহিনী। গত শুক্রবার তাহরির স্কয়ারে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। মিসরের তরুণদের আন্দোলন দমাতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ উদ্যোগ নিয়েছেন। আন্দোলনকারী তরুণেরা জানিয়েছেন, তারা আবারও তাহরির স্কয়ারে আন্দোলন শুরু করবেন। খবর: গার্ডিয়ান।
গত সপ্তাহে কঠোর আন্দোলনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক দিনেই গ্রেফতার করা হয় কয়েকশ মানুষকে। আর সপ্তাহজুড়ে গ্রেফতার মানুষের সংখ্যা দুই হাজারের বেশি বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে সরকারি কৌঁসুলিদের দাবি, গ্রেফতারের সংখ্যা হাজার। মানবাধিকার সংস্থাগুলো বলছে, মিসরের কারাগারের এখন ৬০ হাজার রাজনৈতিক কর্মী বন্দি আছেন।
গত শুক্রবার বিকাল থেকে পুলিশ তাহরির স্কয়ারের প্রবেশপথগুলোয় ব্যারিকেড দেয়। তাহরির স্কয়ারে প্রবেশের সাবওয়েগুলোও বন্ধ করে দেওয়া হয়। তিনটি মেট্রো স্টেশন দিয়ে তাহরির স্কয়ারের প্রবেশের পথগুলো বন্ধ করে দেয় পুলিশ। তবে তাহরির স্কয়ার বন্ধ হলেও দেশের অন্যান্য স্থানে বিক্ষোভ চলছে। গ্রেফতার ও ধরপাকড়ও চলছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম। বিক্ষোভ দমনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে তাহরির স্কয়ার বন্ধ করে দেওয়া হলেও বিক্ষোভ দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, বিক্ষুব্ধ তরুণদের যে ঢল নেমেছে, তাতে নিশ্চিত সিসি আগের মতো নিশ্চিন্তে গদিতে বসে রাজত্ব করতে পারবেন না। আন্দোলনকারী তরুণেরা জানিয়েছেন, তারা আবারও তাহরির স্কয়ারে আন্দোলন শুরু করবেন।