Print Date & Time : 16 September 2025 Tuesday 1:16 am

বন্ধ হয়ে যাচ্ছে হংকংয়ের স্ট্যান্ড নিউজ

শেয়ার বিজ ডেস্ক: হংকংয়ের গণতন্ত্রপন্থি অনলাইন সংবাদমাধ্যম স্ট্যান্ড নিউজ। ‘রাষ্ট্রদোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে গণমাধ্যমটির সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মীকে আটক করেছে হংকং পুলিশ। এ ঘটনার পর বন্ধ হয়ে যাচ্ছে স্ট্যান্ড নিউজের কার্যক্রম। খবর: বিবিসি।

অভিযানে পাঠানো হয়েছিল ২০০’র বেশি পুলিশ কর্মকর্তাকে। পুলিশ জানায়, তাদের ‘সাংবাদিকতাসংক্রান্ত প্রাসঙ্গিক-সামগ্রী তল্লাশি ও জব্দ করার’ ক্ষমতা দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে বলা হয়, এ পরিস্থিতির কারণে স্ট্যান্ড নিউজ শিগগির তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আরও উল্লেখ করেছে, তারা আর ওয়েবসাইট আপডেট করবেন না। এক দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সব কনটেন্টও তারা সরিয়ে নেবেন।

আটক সংবাদকর্মীদের মধ্যে রয়েছেন, সাবেক প্রধান সম্পাদক চুং পুই-কুয়েন, ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক প্যাট্রিক লাম, সাবেক পরিচালক ডেনিস হো, মার্গারেট টিং, ক্রিস্টিন ফ্যাং ও চৌ ট্যাট-কাই। তাদের সবার বয়স ৩৪ থেকে ৭৩ বছরের মধ্যে।

রাষ্ট্রদোহমূলক প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ডেনিস হো।  তাকে ওয়েস্টান ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন। হংকংয়ের পপ স্টার থেকে গণতন্ত্রের আইকন বনে যাওয়া সাবেক বোর্ড মেম্বার এই ডেনিস হো।

গত বুধবার সকালে স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চ্যানের দরজায় একাধিক পুলিশ কর্মকর্তাকে দেখা যায়। রনসন চ্যানকে গ্রেপ্তার করা না হলেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।

স্বাধীন গণমাধ্যম হিসেবে স্ট্যান্ড নিউজের সুনাম রয়েছে। ২০১৯ সালে নগরীটির গণতন্ত্রপন্থি প্রতিবাদের সময় হাতেগোনা তুলনামূলকভাবে নতুন যে অনলাইন নিউজ পোর্টালগুলো বিশিষ্টতা অর্জন করেছিল স্ট্যান্ড নিউজ তাদের মধ্যে একটি। এর আগে চলতি বছর মাঝামাঝিতে হংকংয়ের অ্যাপল ডেইলি বন্ধ করে দেয়া হয়।