Print Date & Time : 7 September 2025 Sunday 8:35 am

বন্যাজনিত রোগে আক্রান্ত ১৬৯৮১ মৃত্যু ১১৬

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বন্যায় পানিবাহিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি-বিষয়ক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন এবং ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৭ জন এবং একজন মারা গেছেন। আরটিআই (চোখের) রোগে আক্রান্ত হয়েছেন ৭৫৪ জন। বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২০ জন এবং দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে ৮০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে চর্ম রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫০ জন, চোখের প্রদাহজনিত রোগে ২৯৭ জন এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪১৯ জন। এছাড়া অন্যান্য

 রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪৯ জন এবং তাদের মধ্যে নয়জন মারা গেছেন। জেলাভিত্তিক মারা যাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেনÑটাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয়জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুর নয়জন, শেরপুরে সাতজন, লালমনিরহাটে সাতজন, কুড়িগ্রামে পাঁচজন, সিলেটে ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ছয়জন এবং হবিগঞ্জে ১০ জন।