Print Date & Time : 27 August 2025 Wednesday 9:09 pm

বন্যাদুর্গতদের পাশে স্যামসাং

বিশ্বের শীর্ষস্থানীয় কনজুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটি টেলিভিশন, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিক্যাল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর ও এলইডি সল্যুশনে যুগান্তকারী সমাধান দিচ্ছে।

খুলনা বিভাগে গ্রাহকদের জন্য হোম অ্যাপ্লায়েন্স পণ্যে বিনামূল্যে সেবা দিতে উদ্যোগ নিয়েছে স্যামসাং। বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে।

উল্লিখিত জেলাগুলোয় গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফ্রি সেবা। গ্রাহকরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্যামসাং সার্ভিস সেন্টারে ০৮০০০৩০০৩০০ নম্বরে কল করে হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ওপর এই সেবা নিতে পারবেন।

অফারটি সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ‘গ্রাহকদের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে সেরা সেবা প্রদানের মাধ্যমে আমরা দুর্যোগকবলিত এলাকার মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ একই ধরনের সেবা চট্টগ্রাম শহরসহ সিলেট ও রাজশাহী বিভাগেও প্রদান করেছে প্রতিষ্ঠানটি।