Print Date & Time : 27 July 2025 Sunday 9:26 am

বন্যাদুর্গতদের মাঝে এনআরবিসির ত্রাণ বিতরণ

সম্প্রতি এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) জামালপুরের মাদারগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম প্রধান ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসএমই ইউনিটের মো. হারুনুর রশিদ এবং মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান দুই দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক মাদারগঞ্জের সাত ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার ৩০০ বন্যাদুর্গতের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, চিনি ও শুকনো খাবার বিতরণ করে। বিজ্ঞপ্তি