বন্যায় সিরাজগঞ্জে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি

প্রতিনিধি, সিরাজগঞ্জ: চলতি বছরের তিন দফা বন্যায় সিরাজগঞ্জের ছয়টি উপজেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসা। এ খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন দফা বন্যার কারণে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর ও উল্লাপাড়াসহ ছয়টি উপজেলায় ৬০টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করে। এর মধ্যে ৪০টি ইউনিয়ন ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

দীর্ঘস্থায়ী বন্যায় হওয়ায় জেলায়, ১৪৫টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদরাসা এবং ৬০টির অধিক প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ছয় কোটি টাকার উপরে।

সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শফিউল্লাহ জনান, বন্যায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর তালিকা সংগ্রহ করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বন্যার পরপরই এগুলো সংস্কার করা হবে।