সিলেটের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে গণসাক্ষরতা অভিযান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। উদ্যোগটির আওতায় ইতোমধ্যে ৫ হাজার মানুষকে শুকনো খাবার, ওষুধ, সুরক্ষাসামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে এবং শিগগিরই আরও ১০ হাজার মানুষ সহায়তা পাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাজের এজাজ বিজয় বলেন, ‘আমি আশা করি, এই ত্রাণ সহায়তার মাধ্যমে আগামী ২ সপ্তাহ পর্যন্ত বন্যাদুর্গতরা খাদ্য ও সুরক্ষাসামগ্রীর প্রয়োজন মেটাতে পারবে। আমরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং সুবিধাবঞ্চিতরা যেন যথাযথ সাহায্য পায়, তা নিশ্চিতে কাজ করব।’ বিজ্ঞপ্তি
