Print Date & Time : 5 July 2025 Saturday 2:33 am

বন্যা: যেসব অঞ্চলে বন্ধ আছে রেলযোগাযোগ

শেয়ার বিজ ডেস্ক: বন্যার পানিতে ফেনীতে রেললাইন তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকা-সিলেট-চাঁদপুরসহ অন্যান্য গন্তব্যের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে এখন দেশের অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ আছে।

রেলওয়ে ‍সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ ডুবে যায়। তাছাড়া পানি তোড়ে লাইন থেকে পাথর ও মাটি সরে গেছে।

এদিকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরনগরী থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন ফেনীর কাছাকাছি থেকে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে রেলওয়ে।