Print Date & Time : 18 August 2025 Monday 2:19 am

ববি হাজ্জাজের এনডিএম দিয়ে ইসির সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে (এনডিএম) বৈঠকের মাধ্যমে এ সংলাপ শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল যোগ দেয়। এনডিএম ছাড়াও আরও তিনটি দলের সঙ্গে সংলাপ করবে ইসি।
আগামী ৩১ জুলাই বেলা ৩টায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে ইসির এ ধাপের সংলাপপর্ব।
সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ২ ঘণ্টা এবং বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ঘণ্টা করে বৈঠক করবে ইসি। তবে বৈঠকে বিএনপি অংশ নেবে না বলে আগেই জানিয়েছে।