Print Date & Time : 6 July 2025 Sunday 2:44 pm

বরগুনায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকায় শনিবার বেলা ৪টার দিকে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য আন্ধারমানিক নদীতে যাচ্ছিলেন। এ সময় নদীর তীরে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত (আনুমানিক ৩৫) বছর বয়সের এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করেন।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, আন্ধারমানিক নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।