Print Date & Time : 14 September 2025 Sunday 8:43 pm

বরিশালের সাত বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

প্রতিনিধি, বরিশালবরিশালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধিতা করায় সাত বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, দুর্গাপাশা ও চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ছয়জনকে দল থেকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নে একজনকে বহিষ্কার করা হয়।

গত সোমবার দিবাগত রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন মো. কামাল হোসেন তালুকদার, মাজাহারুল ইসলাম মনির মুন্সি, সোহরাব হোসেন মৃধা, সাহাব উদ্দিন খোকন, এসএম সিরাজুল ইসলাম সালাম সিকদার ও আব্দুস ছালাম আকন। এছাড়া হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন ঢালীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।