Print Date & Time : 21 July 2025 Monday 12:00 pm

বরিশালে ই-কমার্স প্রতারণার অভিযোগে আটক তিন

প্রতিনিধি, বরিশাল: বরিশালে তিনজন ই-কমার্স প্রতারক আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে নগরীর বিমানবন্দর থানার পূর্ববিল্ববাড়ি এলাকা থেকে তাদের আটক করে বিমানবন্দর থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেনÑকাউনিয়া থানার কাগাশুরা ৩ নম্বর ওয়ার্ডের মৃত বারেক শেখের মেয়ে শাহিনুর বেগম ও তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা এবং তাদের ছেলে শাহারিয়ার ইসলাম শাকিল। তাদের মধ্যে শাকিলের বয়স কম হওয়ায় তাকে সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

গতকাল দুপুরে নগরীর বিমান বন্দর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিএমপির উপ-কমিশনার এ তথ্য জানান। তিনি জানান, কাউনিয়া থানার কাগাশুরায় বারেক শেখ সুপার মার্কেটে ‘বন্ধুজন ফার্নিচার মেলা অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর’ নামে একটি দোকান রয়েছে আসামিদের। এ দোকানের আড়ালে গত এক বছর ধরে ফার্নিচার ও গ্রোসারি পণ্য কম দামে কিস্তিতে দেয়ার প্রলোভন দেখিয়ে আসামিরা প্রায় এক হাজার মানুষের কাছ থেকে প্রতি সপ্তাহে ২০০ টাকা আবার কারও কাছ থেকে প্রতিদিন ৫০ টাকা হারে আদায় করে তারা। এর মধ্যে দুই একজনকে পণ্য দিলেও অন্যদের কিছুই দেয়া হয়নি। ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করে। এটাও এক ধরনের ই-কমার্স প্রতারণা বলে তিনি জানান।

প্রতারিত হয়ে পূর্ববিল্ববাড়ী গ্রামের মো. ইউসুফ হাওলাদারের স্ত্রী লাইলী বেগম সম্প্রতি তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে প্রেরণ এবং অপরজনকে প্রবেশন কর্মকর্তার জিম্মায় দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, কাউনিয়া ও বিমানবন্দর থানার সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম শামীম এবং বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার উপস্থিত ছিলেন।