Print Date & Time : 7 July 2025 Monday 9:01 pm

বরিশালে ডেঙ্গুতে তিন জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল: বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুসহ বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১০ জনে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আবুল কালাম (৬৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলীন চন্দ্র শীল (৭২) ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মাসুম সরদার (৩০)। ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৭১ জন, পটুয়াখালীতে ৬৮ জন, পিরোজপুরে ৪৯ জন, ভোলায় ৩৪ জন, বরগুনায় ৪৭ জন ও ঝালকাঠিতে পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ হাজার ৮৫২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৫৮৭ জন। মৃত ১১০ জনের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন মারা গেছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে দুজন, পটুয়াখালীতে দুজন, ভোলায় আটজন, পিরোজপুরে ১০ জন, বরগুনায় পাঁচজন ও ঝালকাঠিতে একজন মারা গেছে।