Print Date & Time : 6 August 2025 Wednesday 10:51 pm

বরিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত একজনসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মো. কালাম এসআর পরিবহনের চালক এবং বরিশালের বাবুগঞ্জের মানিককাঠি এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বিকল্প পথে চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে ইসলাম পরিবহনের একটি বাস বরিশালে এবং বরিশাল থেকে পিরোজপুরের স্বরূপকাঠির দিকে যাচ্ছিল এসআর পরিবহনের একটি বাস। পথে কাশিপুর এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এসআর পরিবহনের চালক প্রাণ হারান। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাস দুটি জব্দ করা হয়েছে।