বরিশালে পাথর বোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে সেতু

আরিফ হোসেন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর সেতুটি পাথরবোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে বরিশাল থেকে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এদিকে সেতুটি ভেঙে যাওয়ায় বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী।

স্থানীয়রা জানান, পাথর বোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়ায় যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি সেতুর মাঝ বরাবর উঠলে এটি ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানিয়েছে, ১৬ বছর আগে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যরে বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল করে। গতকাল সকালের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানরীপাড়ার উদ্দেশে যাওয়ার সময় ওই সেতুটি পার হতে গেলে ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় ব্যক্তিরা জানান, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র সড়ক এটি। এ সড়কে মাধবপাশা ইউনিয়ন পরিষদ-সংলগ্ন খালের ওপর একটি সেতু ছিল। প্রায় ১১ বছর আগে এখানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ওই সময় সড়কের বিকল্প যোগাযোগের জন্য এ বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছিল। এ সেতুর ওপর দিয়েই এতদিন গাড়ি চলাচল করে আসছিল।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, বরিশাল ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের স্বরূপকাঠী, নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে। ফলে সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার লক্ষাধিক মানুষ।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই ট্রাকটি বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল। সেতুটির মাঝ বরাবর এলে সেটি আংশিক ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন ও হাজারো যাত্রী।