বরিশালে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ

প্রবাসী কল্যাণ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট গতকাল বরিশালে দিনব্যাপী ঋণ নথি ও চার্জ ডকুমেন্ট প্রস্তুতকরণ বিষয়ে ‘আউটরিচ প্রশিক্ষণ’ নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করে। প্রশিক্ষণ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয় এবং বরিশাল অঞ্চলের অঞ্চলপ্রধান ও সহকারী মহাব্যবস্থাপকরা। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বরিশাল অঞ্চলের সব ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি