Print Date & Time : 6 September 2025 Saturday 11:46 pm

বরিশালে বঙ্গমাতার জন্মদিন উদ্যাপিত

প্রতিনিধি, বরিশাল: বরিশালে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।  

গতকাল সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  

দিবাগত রাত ১২টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ্সহ নেতা-কর্মীরা। অন্যদিকে দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে এক আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আকতারুজ্জামান ও পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অসহায়-দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়।