Print Date & Time : 29 August 2025 Friday 5:17 am

বরিশালে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিনিধি, বরিশাল: বরিশালে বিদ্যুৎপৃষ্টে রফিকুল ইসলাম (৪৫) মেডিসিন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকায় তার মৃত্যু হয়।

নিহত রফিকুল ওই এলাকার আলি আজম খানের ছেলে।

নিহতর স্বজন আলী আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম তার বাসার পানির মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।