Print Date & Time : 9 September 2025 Tuesday 12:30 am

বরিশালে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি, বরিশাল: বাংলার মুক্তি সংগ্রামে অবিসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা সংগঠনের পক্ষ থেকে গতকাল সকালে মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির আয়োজনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা হয়। মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রতি প্রথমে ভাসানী অনুসারি জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল ও কেন্দ্রীয় সদস্য আবু জাফর সালেহের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটি, বাসদের জেলা কমিটি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ভাসানী পরিষদ, ভাসানী পাঠাগার ও ছাত্র ফেডারেশনের নেতারা। শেষে দেওয়ান মো. নিলুর সভাপতিত্বে আলোচনা সভা হয়।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানী জš§গ্রহণ করেন। তার জীবনের বড় অংশ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। তিনি কৈশোর থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।