Print Date & Time : 8 July 2025 Tuesday 9:23 am

বরিশালে মন্দিরে মন্দিরে সপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত

প্রতিনিধি, বরিশাল : দেবীর নব পত্রিকা স্নান, প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহীত পূজা প্রশস্তা এবং পূজারীদের পুস্পাঞ্জলীর মধ্যে দিয়ে বরিশালে মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সপ্তমী বিহীত পূজা।

রবিবার সকাল ৬টা থেকে ১১টার মধ্যে বরিশাল জেলা ও মহানগরীর মন্দিরে মন্দিরে পূজার এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৫ দিনব্যাপী দুর্গোৎসবের দ্বিতীয় দিন রবিবার সকালে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনী আর উলুধ্বনীতে মুখরতি হয়ে ওঠে মন্ডপগুলো। উৎসবকে কেন্দ্র করে মন্ডপগুলো সাঁজানো হয়েছে নবরূপে। এবার দুর্গা দেবী এসেছে গজে করে আর নৌকায় চড়ে কৈলাশে যাবে বলে জানিয়েছেন বরিশাল মহানগরীর জগন্নাথ দেবের বাড়ি পূজা মন্ডপ পরিচালনা কমিটির পুরোহিত গোপাল চন্দ্র সাহা।

এবার বরিশাল জেলা ও মহানগরী ৬৪৫টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে মহানগরীতে পূঁজা মন্ডপের সংখ্যা ৪৫টি। আগামী ৫ অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।