বরিশালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কর্মশালা

প্রতিনিধি, বরিশাল: বরিশালে ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ড রোধে যুবকদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ সেøাগানে গতকাল সোমবার সকালে বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবকল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, জেলা প্রশাসনের  সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, এনজিও ব্যক্তিত্ব কাজী জাহাঙ্গীর কবির।

কর্মশালায় বিভিন্ন উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ১৪ জন যুবককে যুবকল্যাণ তহবিলের পাঁচ লাখ ৩০ হাজার টাকার চেক এবং মডার্ন অফিস ম্যানেজমেন্ট ও পোশাক তৈরি ট্রেডের সাতজন প্রশিক্ষণার্থীর মাঝে এক লাখ ২০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।