Print Date & Time : 2 August 2025 Saturday 10:07 am

বরিশালে সব রুটের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তাকর্মীদের গুলিতে আওয়ামী লীগের নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বন্ধ রয়েছে স্থানীয় ও দূরপাল্লার সব রুটের লঞ্চ ও বাস চলাচল।

আজ বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পরেছেন যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করে মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও রূপাতলী জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, বুধবার দিবাগত রাতে সদর উপজেলা পরিষদ এলাকায় অবৈধ ব্যানার উচ্ছেদে যান সিটি কর্পোরেশনের কর্মীরা।

এ সময় ইউএনওর উপস্থিতিতে তাদের ওপর গুলি চালান আনসার সদস্যরা। খবর পেয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সেখানে গেলে তাকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। এসময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কর্মকর্তা, বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মেদ শাহারিয়ার বাবুসহ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আহত হয়েছেন। তাই ইউএনও’র বিচারের দাবিতে বরিশাল থেকে বাস, লঞ্চ ও মাহিন্দ্রা চলাচল বন্ধ রাখা হয়েছে।

বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সদর উপজেলার ইউএনও এবং বিসিসি কর্তৃপক্ষের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জেরধরে লঞ্চ মালিকরা সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। এদিকে বরিশাল নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে স্থানীয় ও দূরপাল্লার সব রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে একই কারণে।